মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ভয়াবহ একটি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ট্যাংকার ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে ভয়াবহ বিস্ফোরণের সৃষ্টি হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শুক্রবার এক বিবৃতিতে মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মেক্সিকো সিটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা ইজতাপালাপা'র একটি ব্যস্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সীমানা দেয়ালে ধাক্কা খায় গ্যাসবাহী ট্যাংকারটি। ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি মজুত ছিল। সংঘর্ষের পরপরই বিকট বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশে থাকা অন্তত ৩০টি যানবাহনেও...