ইসলামের শেষ নবি মুহাম্মাদ (সা.) বলেছেন, তোমরা কবর জিয়ারত কর, কারণ কবর মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। কবর জিয়ারত করা বলতে আমরা মানে মুসলিমরা বুঝি, কবরে যাওয়া ও কবরবাসীর জন্য দোয়া করাকে। সেই অর্থে নিংসিয়ায় অবস্থিত সিসিয়া বা পশ্চিমাঞ্চলীয় সিয়া রাজবংশ আমলের রাজকীয় কবরস্থান পরিদর্শনকে ঠিক ‘জিয়ারত’ বলা হয়তো যাবে না, কিন্তু প্রাচীনকালের দোর্দণ্ড প্রতাপশালী রাজা-রাণীদের কবরের ধ্বংসাবশেষ দেখে যথারীতি আমার প্রথমে মৃত্যুর কথাই মনে হয়েছে। আমি কবর দেখতে দেখতে সহকর্মী শিশিরকে বললাম, ‘এটাই হচ্ছে জীবন। এই রাজকীয় কবরগুলো যাদের, তাঁরাও একসময় এই পৃথিবীতে চলাফেরা করেছেন, আনন্দ-বেদনার কাব্য রচনা করেছেন; আজ তাঁরা ইতিহাস। আমরাও একসময় থাকব না। এই রাজা-রাণীদের কবরের ধ্বংসাবশেষ তো তাও টিকে আছে, আমাদের সেটাও থাকবে না।’ শিশির মাথা নেড়ে আমার কথায় সায় দিল। সে প্রসঙ্গে পরে আসছি।...