বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ। প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীর স্বপ্ন, সংগ্রাম, শিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা এখানে মিলেমিশে এক অনন্য সত্তা তৈরি করে আছে। এই সত্তাকে গণতান্ত্রিক কাঠামো ও প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্বের মাধ্যমে শক্তিশালী করার লক্ষ্যে জন্ম হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।কিন্তু দুঃখজনকভাবে বহু বছর ধরে রাকসু নির্বাচন স্থবির হয়ে আছে। শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, নেতৃত্ব বিকাশের সুযোগ হারাচ্ছে। দীর্ঘ ৩৬ বছর স্থগিত থাকার পর আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৫ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।যেখানে সর্বমোট ২৫টি পদের জন্য এবং হলের প্রার্থীসহ মোট ৭৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০২৫ সালের প্রেক্ষাপটে তাই রাকসু নির্বাচন কেবল একটি শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের বিষয় নয় বরং এটি হয়ে উঠেছে এই উচ্চশিক্ষাঙ্গনে হারানো গণতন্ত্রের কাহিনী এবং একইসঙ্গে সম্ভাবনাময় ভবিষ্যতের...