পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এখন ঢাকায়। ভক্তদের সঙ্গে সরাসরি দেখা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে তার এবারের সফরে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে ঢাকা পৌঁছান হানিয়া। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?”—এমন আবেগঘন বার্তায় মুগ্ধ হন ভক্তরা। শুক্রবার বিকেলে আহসান মঞ্জিলে জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা রাফসান দ্য ছোটো ভাইয়ের সঙ্গে শুটিংয়ে অংশ নেন হানিয়া। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) তিনি রাজধানীর বিলাসবহুল শেরাটন হোটেলে বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অভিনেত্রী জানিয়েছেন, বাংলাদেশে অবস্থানকালীন সময় তার জন্য স্মরণীয় হয়ে থাকবে, বিশেষ করে ভক্তদের কাছ থেকে সরাসরি সাড়া পেলে। আগামী ২১ সেপ্টেম্বর তিনি একটি এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন। এরপর নিজ দেশ পাকিস্তানে ফিরে যাওয়ার কথা রয়েছে তার। হানিয়া পাকিস্তানে সানসিল্কের দীর্ঘদিনের ব্র্যান্ড...