ফিলিস্তিন রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে কাল রবিবার (২১ সেপ্টেম্বর) স্বীকৃতি দেওয়ার ঘোষণা করতে যাচ্ছে ইউরোপের দেশ পর্তুগাল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকের আগে লিসবন সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। সম্প্রতি যুক্তরাজ্য সফরে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্গেল বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছিলেন। এর আগে ২০২৪ সালের মে মাসে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। সেই সময় স্পেন অন্যান্য ইউরোপীয় দেশকেও একই পথে হাঁটার আহ্বান জানিয়েছিল, কিন্তু পর্তুগাল তখন সতর্ক অবস্থান নিয়েছিল।...