জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিষয়টি জানিয়েছে রূপালী ব্যাংক কর্তৃপক্ষ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে শিওরক্যাশের সেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে, কেন ‘শিওরক্যাশ’ বন্ধ থাকবে তা জানানো হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, রূপালী ব্যাংকের বর্তমান মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালী ব্যাংক শিওরক্যাশ’ শুক্রবার থেকে বন্ধ। ২৫ সেপ্টেম্বর ব্যাংকের নতুন মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালীক্যাশ’ চালু হচ্ছে। আগামী বুধবার পর্যন্ত মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। জানা যায়, শিওরক্যাশ নিয়ে দীর্ঘদিন ধরেই বিপাকে ছিল রূপালী ব্যাংক। বেসরকারি প্রতিষ্ঠান প্রগতি সিস্টেমস লিমিটেডের সেবা শিওরক্যাশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মোবাইল ব্যাংকিং সেবা পরিচালনা...