২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ এএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের কার্যক্রম শুরু হয়েছে। এই উপলক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আছরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস শাফায়েত হোসেন ও এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় শাখার সহ-সভাপতি জিয়া উদ্দিন বাসেত, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ। আরও উপস্থিত ছিলেন চবি ছাত্রদল এর সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ...