হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। মণ্ডপগুলোতে বিরামহীন চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি থাকবে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। রোববার মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। দেশের জেলায় জেলায় শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। নাটোরের প্রতিমা শিল্পীরা জানান, দুর্গাপূজা ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির চূড়ান্ত কাজ। আবার কোথাও রঙ তুলির আঁচড়ে সাজানো হচ্ছে প্রতিমাকে। দিনরাত এক কাজ করে পুরোদমে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। নাটোর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদার বলেন, ৩৬৮টি মণ্ডপে প্রতিমা বানানোর পাশাপাশি চলছে তোরণ নির্মাণ ও সাজসজ্জার কাজ। নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, মণ্ডপে মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের...