‘ফ্রেগ্র্যান্স লেয়ারিং’ হচ্ছে স্তরে স্তরে সুগন্ধি লাগানো। তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে এই ট্রেন্ড। আর স্তরে স্তরে সুগন্ধি লাগানো মানেই যে দুটি সুগন্ধি সরাসরি একটি আরেকটির ওপর স্প্রে করা, তা নয়। এটি গোসলের পর সুগন্ধি লোশন লাগানোর সাথে সাথেই শুরু হতে পারে। অথবা, আপনি একটি সুগন্ধি আপনার কব্জিতে এবং আরেকটি আপনার ঘাড়ে স্প্রে করতে পারেন। বিভিন্ন সংমিশ্রণ ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা করতে ভয় পাবেন না। সাধারণ নিয়ম হিসেবে, ভারী সুগন্ধি প্রথমে স্প্রে করা উচিত। ধাপে ধাপে শিখুন ‘ফ্রেগ্র্যান্স লেয়ারিং’আরো পড়ুন:বোনের জন্য ভাইয়ের দেওয়া উপহার ‘স্বর্ণমোড়ানো কোরআন’ডোডো পাখিকে কী ফেরাতে পারবে বিজ্ঞানীরা? এক. সুগন্ধি লেয়ারিং শুরু হবে গোসলের সময় থেকে। পছন্দের সুগন্ধি বা বডি স্প্রে-র সুগন্ধের সঙ্গে মিল আছে, এমন বডি ওয়াশ বা সাবান ব্যবহার করতে হবে। দুই. গোসলের পর ত্বক সামান্য ভিজে...