২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ এএম গাইবান্ধার সুন্দরগঞ্জে একদিনে তিনটি পৃথক ঘটনায় তিন লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবং একজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। শুক্রবার উপজেলার সর্বানন্দ, কাপাসিয়া ও বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ঘটনাগুলো ঘটে। উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া (বাধের পূর্বপাড়) গ্রামের সন্ধ্যায় ফয়েজ রহমান (৩৫) পারিবারিক কলহের জেরে নিজ শয়ন ঘরে ধরনার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের মৃত বংশের আলী ছেলে। এছাড়া, শুক্রবার সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামে নিজ বাড়ির পেছনের থাকা আতা গাছে ঝুলন্ত অবস্থায় সোলায়মান মিয়ার (৭০) মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। এদিকে, শুক্রবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামার...