কানাডা সরকার বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে। পার্বত্য অঞ্চল ও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় এই সতর্কতা জারি করেছে কানাডা সরকার। দেশটির সরকারি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে ভ্রমণের জন্য ‘হলুদ সংকেত’ এবং পার্বত্য অঞ্চল—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ‘লাল সংকেত’ জারি করা হয়েছে। এর মানে হলো, নাগরিকদের বাংলাদেশের মূল অঞ্চলে ভ্রমণ করতে হলে বেশি সতর্ক থাকতে হবে এবং পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষিদ্ধ। কানাডা সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে, বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা, হরতাল, অবরোধ, বিক্ষোভ এবং আকস্মিক সংঘর্ষের কারণে। এমন পরিস্থিতিতে আগাম কোনো সংকেত পাওয়া সম্ভব নাও হতে পারে,...