ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী জুবিন গর্গ । ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘গ্যাংস্টার’ সিনেমার গান ‘ইয়া আলী’-র সুরে যিনি একসময় বিশ্বকে মুগ্ধ করেছিলেন, সেই শিল্পীর জীবন থেমে গেল সিঙ্গাপুরের নীল সমুদ্রে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্কুবা ডাইভিংয়ের সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ। যদিও তাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা হয়েছিল, শেষ পর্যন্ত ফিরিয়ে আনা গেল না। এর মধ্যেই জুবিনের মৃত্যু নিয়ে তার স্ত্রী গরিমা গর্গের দেওয়া নতুন তথ্য আবারও নাড়িয়ে দিয়েছে ভক্ত-শ্রোতাদের মন।ভারতীয় এক গণমাধ্যমে জুবিনের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে গরিমা বলেন, ‘রোববারই সিঙ্গাপুর থেকে ফেরার কথা ছিল জুবিনের। কিন্তু তা আর হল না। ওকে হারালাম।'জুবিনের স্ত্রী আরও বলেন, ‘স্কুবা করতে গিয়ে ওর মৃত্যু হয়নি। ওই সময় জুবিনের সঙ্গে আরও দুজন ছিল। সিদ্ধার্থ ও শেখর। ওরা তিনজন একসঙ্গে স্কুবা...