রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা গুলশান-১। এখানে ট্রাফিক আইন ভঙ্গ করা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় ট্রাফিক পুলিশের সিগন্যালও মানে না পথচারী কিংবা চালকেরা। এক পরিসংখ্যানে দেখা গেছে, শুধু গুলশান-১ নম্বর সিগন্যালে সপ্তাহে দুই লাখ বার ট্রাফিক আইন ভঙ্গ করেছে বিভিন্ন যানবাহন। এরমধ্যে কেবল রোববারই আইন ভঙ্গের সংখ্যা ৪০ হাজারের বেশি। আইন ভঙ্গের তালিকায় শীর্ষে রয়েছে ব্যক্তিগত গাড়ি। এসব তথ্য উঠে এসেছে ট্রাফিক্স নামের একটি সংস্থার পরিসংখ্যানে। ট্রাফিক্স এআই প্রযুক্তি ব্যবহার করে গুলশান-১ সিগনালে ট্রাফিক আইন ভঙ্গের তথ্য সংগ্রহ করেছে। এতে কোন ধরনের যানবাহন সবচেয়ে বেশি ট্রাফিক আইন ভাঙে এই সম্পর্কে পুলিশ সুস্পষ্ট ধারণা পাবে। ট্রাফিক পুলিশ বলছে, নিয়ম ভঙ্গের এই তথ্য মামলা দায়ের করতে কাজে আসবে। ১০টি ক্যামেরা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত...