মেক্সিকোতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকার ট্রাকে বিস্ফোরণ হয়েছে। এতে ২৫ জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০ হাজার লিটার এলপিজি বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা খায়। এতে ট্যাংকারের গ্যাস লিক হয়ে আগুন ধরে যায় এবং ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে থাকা অন্তত ৩০টি গাড়ি পুড়ে যায়। স্থানীয় সময় বুধবার ব্যস্ত মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শুরুতে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তীতে মৃতের সংখ্যা বাড়তে থাকে। মেক্সিকো সিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় এখনও ২১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ৩৮ জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে...