বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে এবং তারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে জড়িত বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ তালেবানি রাষ্ট্রের পথে এগোতে পারে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। শাহ আলম বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটলেও রাষ্ট্রক্ষমতার শ্রেণি চরিত্রে কোনো পরিবর্তন হয়নি। দেশে দ্বিতীয় স্বাধীনতা বা বিপ্লব ঘটেনি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত নির্বাচিত সরকার গঠন অত্যন্ত জরুরি।’ তিনি আরও বলেন, ‘বর্তমান রাজনৈতিক অস্থিরতার সুযোগে সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীল শক্তি সবচেয়ে বেশি লাভবান হচ্ছে।’ তার মতে, ইসলামের নামে বাংলাদেশে র্যাডিক্যাল ইসলামের উত্থান ঘটেছে, যা আমাদের বিবেচনায় রাখতে হবে। দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশে দক্ষিণপন্থি,...