পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে আসন্ন জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তিন দিনব্যাপী কর্মসূচি পালন করছে। গতকাল শুক্রবার এই কর্মসূচির দ্বিতীয় দিনে দেশের সাত বিভাগীয় শহরসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি। এতে অংশ নিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। গতকালের কর্মসূচিতে বরিশাল মহানগরে নেতৃত্ব দেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রংপুর মহানগরে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগরে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিলেট মহানগরে সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, রাজশাহী মহানগরে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহ মহানগরে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং খুলনা মহানগরে কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। পাঁচ দফা দাবি : ১. জুলাই জাতীয়...