মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজি বহনকারী একটি ট্যাংকার ট্রাক ভয়াবহ বিস্ফোরণে পঁচিশ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ষাট জন। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ইজতাপালাপা এলাকার একটি জনবহুল সড়কে ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা দেওয়ালে ধাক্কা খায়। ট্রাকটিতে তখন প্রায় পঞ্চাশ হাজার লিটার এলপিজি ছিল। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই প্রবল বিস্ফোরণ ঘটে এবং ট্রাকটিতে আগুন ধরে যায়। এর আঘাতে আশপাশের অন্তত ত্রিশটি গাড়িতে আগুন লেগে যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দশ জন ঘটনাস্থলেই প্রাণ হারান, আর বাকি পনের জন হাসপাতালে...