কারও কোমরে হলুদ বেল্ট। কারও সবুজ। কারও কারও খয়েরি রঙের। শুক্রবার দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সর্বাধুনিক শপিংমল যমুনা ফিউচার পার্কের মহল কনভেনশন হলে প্রথম ওপেন জাতীয় ও আন্তর্জাতিক সোতোকান কারাতে চ্যাম্পিয়নশিপ এবং দ্বিতীয় সেমিনার ও ড্যান গ্রেডিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয়দিনে খেলতে এসে কারাতের ক্রীড়াকৌশল দেখিয়ে নিজেদের বেল্ট আপগ্রেড করলেন তারা। ৪৩০ জন কারাতেকার পরীক্ষা নেন আন্তর্জাতিক অ্যামেচার কারাতে ইউনিয়নের (আইএকেইউ) সভাপতি আর্জেন্টাইন নেস্তোর পারেনো, এসকেআইএফ’র (আন্তর্জাতিক সোতোকান কারাতে ফেডারেশন) ওয়ার্ল্ড চিফ ইন্সট্রাক্টর ও ব্ল্যাক বেল্ট অষ্টম ড্যান জাপানিজ সোসিক শিহান মানাবো মুরাকামি এবং ব্ল্যাক বেল্ট সপ্তম ড্যান জাপানিজ শিহান কিতামুরা তেতসুরো। বাংলাদেশের কারাতেকাদের উন্নতি দেখে অভিভূত আন্তর্জাতিক অ্যামেচার কারাতে ইউনিয়নের (আইএকেইউ) সভাপতি পারেনো। তার কথায়, ‘বাংলাদেশে কারাতে এত জনপ্রিয় তা আগে বুঝতে পারিনি। ছেলেমেয়েরা দুর্দান্ত সব কৌশল রপ্ত করেছে। তাদের...