মাদক পাচারকারীদের বিরুদ্ধে আবারও অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, অবৈধ নেশাজাতীয় দ্রব্য বহনকারী একটি জাহাজে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে, এতে তিনজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, চলতি মাসে সন্দেহভাজন মাদকপাচারকারীদের জাহাজে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় হামলা। তাঁর নির্দেশেই যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের আওতাধীন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের মোট একত্রিশটি দেশ এই কমান্ডের অন্তর্ভুক্ত। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মার্কিন গোয়েন্দারা নিশ্চিত করেছিলেন যে জাহাজটি পরিচিত মাদকপথে চলাচল করছিল এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্ষতি করতে পারে এমন অবৈধ নেশাজাতীয় দ্রব্য পাচার করছিল। তিনি আরও জানান, হামলায় জাহাজে থাকা তিনজন পুরুষ নিহত হয়েছেন, যাদের তিনি ‘মাদক...