২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ এএম এশিয়া কাপের চলতি আসরে বাংলাদেশের সুপার ফোরে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শ্রীলঙ্কার। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়েই বাংলাদেশকে নিয়ে শেষ চার নিশ্চিত করে লঙ্কানরা। সুপার ফোর পর্বের শুরুর ম্যাচেই এবার মুখোমুখি হচ্ছে এই দুই দল। দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ৮টায়। গ্রুপ পর্বে বাংলাদেশ তিনটি ম্যাচই খেলেছে আবু ধাবিতে। এবার খেলবে দুবাইয়ে। যে মাঠের সঙ্গে গ্রুপ পর্বে পরিচয় হয়ে গেছে শ্রীলঙ্কার। এই মাঠে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংকে হারায় তারা। গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারের পরও সুপার ফোর নিশ্চিত ছিল না বাংলাদেশের। তাকিয়ে থাকতে হয়েছে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে। বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের সেই ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে...