বাংলাদেশের বিপ্লবী আন্দোলন এগিয়ে নিতে চাইলে বদরুদ্দীন উমরকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না। নতুন প্রজন্মকে তার লেখা ও চিন্তা পাঠ করেই সমাজ বিপ্লবের পথে এগোতে হবে। কমিউনিস্ট বিপ্লবী বদরুদ্দীন উমরের জীবন ও সংগ্রাম স্মরণে এক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শোকসভা আয়োজন কমিটির আহ্বায়ক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং হেমন্ত দাস ও মফিজুর রহমান লাল্টুর নেতৃত্বে পরিবেশিত হয় আন্তর্জাতিক সঙ্গীত। শেখ হাসিনার বিরুদ্ধে জবানবন্দিতে যা বলেছিলেন বদরুদ্দীন উমরআমরা যারা রাজনীতি করছি তারা বদরুদ্দীন উমরের কাছে খুবই ছোটবদরুদ্দীন উমর: এক বামপন্থী চিন্তাবিদ ও বিপ্লবী রাজনীতিক শোকসভায় অধ্যাপক সিরাজুল ইসলাম...