মার্কিন বাহিনী আরও একটি “মাদক পাচারকারী নৌকায়” হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন, এটি চলতি মাসে যুক্তরাষ্ট্রের তৃতীয় হামলা যেখানে মাদক পাচারকারীদের লক্ষ্যবস্তু করা হলো। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, এই “প্রাণঘাতী হামলা” তার নির্দেশে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের দায়িত্বাধীন এলাকায় চালানো হয়, যা দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ৩১টি দেশকে অন্তর্ভুক্ত করে। তিনি আরও দাবি করেন, “গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে যে নৌকাটি মাদক পরিবহন করছিল এবং এটি একটি পরিচিত পাচারপথ দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল। হামলায় তিনজন ‘নারকোটেররিস্ট’ নিহত হয়েছে। নৌকাটি আন্তর্জাতিক জলসীমায় ছিল।” ট্রাম্প আকাশ থেকে তোলা একটি ভিডিওও প্রকাশ করেছেন, যেখানে দেখা যায়...