হিন্দি, বাংলা থেকে অসমিয়া—বহু ভাষায় গেয়েছেন প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গ। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে ফেরে; এর মধ্যে জনপ্রিয় পাঁচটি গান নিয়ে প্রতিবেদনটি সাজানো হলো। বলিউডের ‘গ্যাংস্টার’ সিনেমার গানটি জুবিনকে ভারতজুড়ে পরিচিতি এনে দিয়েছে। অনুরাগ বসু পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে ২০০৬ সালে। সাঈদ কাদরির লেখা গানটির সুর করেছেন প্রীতম চক্রবর্তী। সিনেমায় ইমরান হাশমি, কঙ্গনা রনৌতসহ অনেকে অভিনয় করেছেন। ‘পরাণ যায় জ্বলিয়া রে’ সিনেমার গানটি বহু শ্রোতাকে কাঁদিয়েছে। গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছেন দেব। গানটি এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা গানটির...