ক্রিকেট পছন্দ করে থাকলে আব্দুল জব্বারের ‘শত্রু তুমি, বন্ধু তুমি’ গানটা গুনগুন করে গাইতে শুরু করতে পারেন। ২০১৮ সালের নিদাহাস ট্রফি থেকে শুরু হয়ে নানা ঘটনাপ্রবাহে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের ‘নাগিন ডার্বি’ আন্তর্জাতিক ক্রিকেটেই এখন বেশ আলোচিত বিষয়। দুই দিন ধরে তাদেরই ‘বন্ধু’ হয়ে থেকে আজ যে আবারও শ্রীলঙ্কার প্রতিপক্ষ বাংলাদেশ! বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছাবে কি না, সেটির জন্য তাদের তাকিয়ে থাকতে হয়েছিল শ্রীলঙ্কার জয়ের দিকে। পরশু রাতে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচের আগে তারা হয়ে উঠেছিল বাংলাদেশের পরমতম বন্ধু। সামাজিক যোগাযোগমাধ্যমও ছেয়ে গিয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি শ্রীলঙ্কার জার্সি গায়ের ছবিতে। দুবাইয়ের টিম হোটেলে কপালে চিন্তার ভাঁজ নিয়ে ম্যাচটার দিকে তাকিয়ে ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। নেট রান রেটে পিছিয়ে থাকা বাংলাদেশের সুপার ফোরে ওঠার সহজ সমীকরণ ছিল আফগানিস্তানকে শ্রীলঙ্কার...