আবুধাবির মাঠে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে এক অনন্য লড়াই উপহার দিল ওমান। টুর্নামেন্টের সেরা দল ভারতের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গিয়েও ২১ রানে হেরে গেছে তারা। তবে ব্যাট হাতে আমির কলিম আর হাম্মাদ মির্জার সাহসী ইনিংস কিছু সময়ের জন্য হলেও দর্শকদের মধ্যে জন্ম দিয়েছিল অবিশ্বাস্য কিছুর প্রত্যাশা। টস জিতে প্রথমে ব্যাট করে ভারত তোলে ৮ উইকেটে ১৮৮ রান। ঝড়ো সূচনা এনে দেন অভিষেক শর্মা, মাত্র ১৫ বলে খেলেন ৩৮ রানের ইনিংস। পরে সঞ্জু স্যামসনের ধীরস্থির ব্যাটিংয়ে আসে সর্বোচ্চ ৫৬ রান। শেষদিকে তিলক ভার্মার ঝলক যোগ হয় আরও ২৯ রান। তবু আশ্চর্যজনকভাবে ক্রিজে নামার প্রয়োজনই হয়নি অধিনায়ক সূর্যকুমারের।আরো পড়ুন:বৃষ্টির বাধা কাটিয়ে ২৬ সেপ্টেম্বর থেকে মাঠে ফিরছে এনসিএলস্যামসনের ফিফটিতে ওমানকে ১৮৯ রানের টার্গেট দিল ভারত বৃষ্টির বাধা কাটিয়ে ২৬ সেপ্টেম্বর থেকে...