উত্তর ইউরোপের রাষ্ট্র এস্তোনিয়া জানিয়েছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাশিয়ার তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। এ ঘটনায় দেশটি ন্যাটো সদস্য দেশগুলোর জরুরি পরামর্শ চেয়েছে। এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে “বেপরোয়া” ও “অভূতপূর্ব” উসকানি বলে অভিহিত করেছে। মন্ত্রণালয়ের দাবি, রুশ যুদ্ধবিমানগুলো অনুমতি ছাড়া ফিনল্যান্ড উপসাগরের ওপর দিয়ে প্রবেশ করে টানা ১২ মিনিট এস্তোনিয়ার আকাশে অবস্থান করে। খবর বিবিসির। ন্যাটো মুখপাত্র জানান, জোটের সদস্য রাষ্ট্রগুলোর বিমান তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে রুশ যুদ্ধবিমানগুলোকে আটকায়। ইতালি, ফিনল্যান্ড ও সুইডেন তাদের যুদ্ধবিমান মোতায়েন করে ন্যাটোর পূর্ব সীমান্ত শক্তিশালী করতে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের বিমানগুলো “নির্ধারিত রুটে আন্তর্জাতিক আকাশসীমা মেনেই উড়ছিল” এবং তারা অন্য কোনো রাষ্ট্রের আকাশসীমা লঙ্ঘন করেনি। এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল শুক্রবার এক জরুরি বৈঠকে বলেন, “ন্যাটোর প্রতিক্রিয়া হতে...