বগুড়া সদরের বাসের ধাক্কায় সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় চারমাথা গোদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৫৫) সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়া গ্রামের বাসিন্দা ও সোনাতলার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন চারমাথা এলাকার আলিবাবা হোটেলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও তার ভাগিনার সহায়তায় তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল...