দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় দুজন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবারের (১৯ সেপ্টেম্বর) ওই হামলায় আহত হয়েছে আরও ১১ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। চলমান যুদ্ধবিরতির পরেও ওই হামলার ঘটনা ঘটলো। খবর এএফপির। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিবনিন শহরের একটি সরকারি হাসপাতালের বাইরে ইসরায়েলি বিমান হামলায় একটি গাড়িতে আঘাত হানলে একজন নিহত ও ১১ জন আহত হন। আনসার এলাকায় আরেকটি গাড়িতে হামলার ঘটনায় আরও একজন নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ কমান্ডার আম্মার হায়েল কুতাইবানিকে হত্যা করেছে। তবে সঠিক স্থান উল্লেখ করেনি। সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা তিবনিনে হিজবুল্লাহর এলিট ‘রাদওয়ান ফোর্স’-এর এক সদস্যকে হত্যা করেছে এবং নাকুরা শহরে হিজবুল্লাহর একটি নৌযান ধ্বংস করেছে। ওই নৌযানটি ইসরায়েলি সেনাদের ওপর নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছিল বলে...