বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা মানুষের মুক্তির সনদ হিসেবে বর্ণনা করে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, মানুষের ঘরে ঘরে ও প্রতিটি নাগরিকের হাতে ৩১ দফার এই বার্তা পৌঁছে দিতে চাই। এটি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা। তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ নতুনভাবে দাঁড়াবে। প্রতিটি গ্রামের ঘরে ঘরে এ বার্তা পৌঁছে দিতে তিনি তৃণমূলের নেতাকর্মীদের আহবান জানিয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মোশারফ হোসেন নেতাকর্মীদের সাথে নিয়ে তার নিজ ইউনিয়ন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন।...