গ্রুপ পর্বের শেষ ম্যাচ। সুপার ফোরের চার দলের নাম আগেই নিশ্চিত হওয়ায় ভারত-ওমানের ম্যাচটি ছিল স্রেফ নিয়ম রক্ষার। এ ম্যাচে যে ভারত জিতবে, সেটা তো অনুমিতই ছিল। কিন্তু ওমান হারলেও ভারতের যে ধরনের পরীক্ষা নিয়েছে, সেটাই বরং চমকে দেওয়ার মতো। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও সেটা পারেনি ভারতের বিপক্ষে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গতকাল শুক্রবার টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছিল ভারত। রান তাড়ায় পুরো ২০ ওভার ব্যাটিং করে মোটে ৪ উইকেট হারিয়েছে ওমান। হার্দিক পান্ডিয়া-আর্শদ্বীপ সিং-হারশিত রানাদের বোলিং সামলে ১৬৭ রান তুলেছে আইসিসির সদস্য দেশটি। ভারতের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত ওমান ম্যাচটা হেরেছে মোটে ২১ রানে। এবার পাকিস্তান-ভারত ম্যাচটার প্রসঙ্গে আসা যাক। আইসিসি বা এসিসির যেকোনো ইভেন্ট শুরু হলেই...