মোহামেডানকে উড়িয়ে বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ শিরোপা ধরে রাখল বসুন্ধরা কিংস। গত মৌসুমে শুরু হয়েছিল এ আসর। একই প্রতিপক্ষকে ৩-১ গোলে হারিয়ে সে আসরের শিরোপা জিতেছিল হালের পরাশক্তিরা।আগের মৌসুমের প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন দল বাংলাদেশ চ্যালেঞ্জ কাপে অংশগ্রহণ করে থাকে। গত মৌসুমে শুরু হওয়া আসরের ফাইনালিস্ট ছিল অভিন্ন দল। কাকতালীয় মিল হচ্ছে, সে ম্যাচের পর আলোচনায় ছিল ভেন্যু, সেটা অপরিবর্তিত থাকল এবারও। গত আসরে বসুন্ধরা কিংসের সমর্থকদের মাঠে স্মোক বোম্ব নিক্ষেপ করা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছিল। গতকাল একই কাণ্ড ঘটালেন মোহামেডান সমর্থকরা, যে কারণে বন্ধ থাকল খেলা।ফুটবলার ও রেফারি প্রস্তুত—তারপরও ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। দুপুর আড়াইটায় নির্ধারিত ম্যাচ শুরু হলো ১১ মিনিট পর। এ সময় চলে মাঠ প্রস্তুত করার কাজ। কিক-অফের পরও মাঠের বাইরের অংশে চলে পরিচর্যা, ঘাস...