বলিউডের মেগাবাজেট সিনেমা ‘কল্কি’-তে নজরকাড়া পারফরম্যান্সের পরও দীপিকা পাড়ুকোনকে সিক্যুয়েলে দেখা যাবে না। নির্মাতারা জানিয়েছেন, সময় ও দায়বদ্ধতার অভাব থাকায় তাকে নেওয়া সম্ভব হয়নি। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, দীপিকা নিজেই সিক্যুয়েল থেকে সরার সিদ্ধান্ত নিয়েছেন। প্রাথমিকভাবে পরিকল্পনায় সিক্যুয়েলের গল্পের কেন্দ্রে থাকার কথা ছিল দীপিকার। কিন্তু পরে চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়, যেখানে তার স্ক্রিন প্রেজেন্স কমিয়ে শুধু ছোট একটি চরিত্রে রাখা হয়। এ খবর পেয়ে অভিনেত্রী ও তার টিম সিক্যুয়েল থেকে সরার সিদ্ধান্ত নেয়।‘কল্কি’ ছবিতে দীপিকা প্রমাণ করেছেন তার দক্ষতা ও সাহস। সিনেমার কিছু দৃশ্যে তিনি চ্যালেঞ্জিং অ্যাকশন এবং চারিত্রিক গভীরতা দেখিয়েছিলেন, যা দর্শক ও সমালোচকের কাছেও প্রশংসিত হয়েছে। তবে সিক্যুয়েলে তার অনুপস্থিতি দর্শকদের মধ্যে এক রকম হতাশা সৃষ্টি করেছে বলে জানায় তার সূত্র। দীপিকা পাড়ুকোনকে সবশেষ ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায়...