স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন কয়েকশ রোগী। ১৩ সেপ্টেম্বর মারা যান ২ জন, ভর্তি ২৭৯ জন। ১৪ সেপ্টেম্বর মারা যান ৩, ভর্তি হন ৬৮৫। এরপর প্রতিদিনই গড়ে ৫ থেকে ৬ জন মারা গেছেন এবং ৬০০-এর বেশি রোগী ভর্তি হয়েছেন।চলতি বছর জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৭০৯ জন। তাদের মধ্যে ৬০ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৭ শতাংশ নারী। এদের মধ্যে ৩৮ হাজার ৫২৭ জন এরই মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ১৬৭ জন।বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, যেখানে ৮৩ জন মারা যান।...