হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় গাঁজা খাওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে লিটন ভৌমিক (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের কামাইছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।নিহত লিটন ভৌমিক স্থানীয় মৃত আল্লাদ ভৌমিকের ছেলে।বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এক ঘরে শিশুর গলাকাটা মৃতদেহ, পাশের ঘরে ঝুলছিল অন্তঃসত্ত্বা মাপুলিশ সূত্রে জানা গেছে, গাঁজা সেবনকে কেন্দ্র করে লিটনের সঙ্গে প্রতিবেশী ভিষুন রবিদাস (২৫) ও তার পরিবারের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ভিষুনের হাতে থাকা দা দিয়ে লিটনের বুকের বাঁ পাশে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে কামাইছড়া কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।খবর পেয়ে বাহুবল থানার ওসি ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। এ সময়...