কুমিল্লার বুড়িচংয়ে সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে এক যুবককে আটকের পর কুকুর লেলিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরই মধ্যে এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় এই ঘটনা ঘটে। ভিডিওটি ভাইরালের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পশু দিয়ে নির্যাতনের অভিযোগে জড়িতদের শাস্তির দাবিও ওঠে। নির্যাতনের শিকার যুবকের নাম শ্রী জয় (৩২)। তিনি চান্দিনা উপজেলার মাইসখার গ্রামের শ্রী বিষ্ণুর ছেলে। পুলিশ ও র্যাবের অভিযানে গ্রেপ্তার তিনজন হলেন—শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিব। র্যাব-১১ সিপিসি-২ এর মেজর সাদমান ইবনে আলম তিনজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আজ শনিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, শুক্রবার...