৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় অংশ নেন প্রায় চার লাখ পরীক্ষার্থী। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশ্ন কেমন হলো তা নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। শিক্ষার্থীদের একটি বড় অংশ বলছেন, প্রশ্ন অনেক কঠিন হয়েছে। তারা জানাচ্ছেন, প্রশ্ন কঠিন হওয়ায় কাটমার্ক হতে পারে সর্বোচ্চ ১০০-১১০ নম্বর। চাকরিপ্রার্থীরা বলছেন, এবারের প্রশ্নপত্রে বিশেষভাবে কঠিন হয়েছে গণিত, মানসিক দক্ষতা, বিজ্ঞান ও আইসিটি বিষয়ক অংশ। ইতিহাস, ভূগোল এবং সাধারণ জ্ঞানেও অনেক নতুন ধরনের প্রশ্ন এসেছে। প্রশ্নগুলো শুধু মুখস্থনির্ভর ছিল না, বরং বিশ্লেষণধর্মী ও সময়সাপেক্ষ হওয়ায় উত্তর করতে গিয়ে তারা হিমশিম খেয়েছেন। বিশেষ করে গণিত এবং মানসিক দক্ষতার ক্ষেত্রে এটি বেশি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবিদ হাসান রাসেল বলেন, আমি এইবার...