রাজধানীর পুরান ঢাকার আগামাসি লেন থেকে কিডনিজনিত সমস্যা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাফওয়ান (৪) নামে চিকিৎসা নিতে আসা এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ চিকিৎসার অবহেলাযর কারণেই তার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে ওই শিশুকে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত সাফওয়ানকে শিশু ওয়ার্ডে পাঠান। পরে ওই ওয়ার্ডে গেলে চিকিৎসক দ্রুত তাকে অক্সিজেন দিতে বলে। তার কিছুক্ষণ পরেই ওই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে শিশুটির স্বজনরা চিকিৎসকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে তারা অভিযোগ করে বলেন, চিকিৎসার অবহেলায়ই তাদের বাচ্চাকে চিকিৎসক মেরে ফেলেছে। ওই সময় জুয়েল নামের এক ট্রলিম্যানকে শিশুটির স্বজনরা পিটিয়ে গুরুতর জখম করেন। পরে ওই শিশুর লাশ নিয়ে জোর করে যাওয়ার সময় দায়িত্বে থাকা আনসার সদস্যরা...