রাজধানীর আগারগাঁওয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্র্তৃপক্ষের কার্যালয়ে গতকাল শুক্রবার বাংলাদেশ-ডেনমার্কের মধ্যে দ্বিতীয় যৌথ প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এপিএম টার্মিনালসের স্থানীয় অংশীদার হিসেবে বাংলাদেশি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়। এ অনুমোদনকে লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সভায় উভয়পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করে এবং স্বচ্ছতা, দক্ষতা ও উদ্ভাবনভিত্তিক প্রকল্প বাস্তবায়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। বক্তারা বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও শক্তিশালী স্থানীয় অংশীদারত্বই দীর্ঘ মেয়াদে টেকসই বন্দর পরিচালনার জন্য অপরিহার্য। বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান নির্বাহী কর্মকর্তা, পিপিপি কর্র্তৃপক্ষ (প্রতিমন্ত্রী পদমর্যাদা), মোহাম্মদ ইউসুফ, সিনিয়র সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়, রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি, চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষ। ডেনমার্কের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লিনা গান্দলোসে হ্যানসেন,...