দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ সম্মতিতে বিভিন্ন সময় অবৈধ পথে ভারতে গিয়ে কারাভোগ শেষে ১৮ জন বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের ১৪৭ নম্বর আন্তর্জাতিক মেইন পিলার কাছে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হাতে তাদের হস্তান্তর করা হয়। সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। কারাভোগ শেষে বাংলাদেশে ফেরত এসেছেন—পটুয়াখালী জেলার মেহেদী, চুয়াডাঙ্গার নুরজাহান, নড়াইলের ফরিদ শেখ, ঝিনাইদহের জিসান মন্ডল, সাইদুল ইসলাম, চাঁদপুরের খোকন বেপারী, সাতক্ষীরার মাজেদা ঢালী, শামিম হোসেন, মিঠুন ঘোষ, খালিদা সরদার, মিলন কুমার, রাজশাহীর আব্দুল কুদ্দুস, যশোরের আহমেদ আলী, মৌলভীবাজারের লিটন দেব, চট্টগ্রামের শুভ মজুমদার, ঢাকার স্বাধীন রাজবংশী, মাদারিপুরের মহিউদ্দিন ফকির এবং কুষ্টিয়ার নাসিমা শেখ। কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনে কাজিপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার...