আইনের ভেতরে থেকে কোনো সমস্যার সমাধান না হলে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আদালতে যায় বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি এএইচএম সফিকুজ্জামান। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ক্যাবের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক’ শীর্ষক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ক্যাব সভাপতি বলেন, ‘স্বাভাবিক অনিয়ম মোকাবিলা করবে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো, তবে গুরুতর ক্ষেত্রে ক্যাব আদালতের দ্বারস্থ হবে। আইন প্রয়োগ করা ক্যাবের কাজ নয়, বরং অনিয়ম চিহ্নিত করে তা কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়। এর বাইরে বড় ধরনের অনিয়ম বা জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনে হাইকোর্টে রিট করা হয়।’তিনি বলেন,...