৩ লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থীর অংশগ্রহণে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত আট বিভাগীয় শহরের মোট ২৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ পরীক্ষার আয়োজন করা হয়। এদিকে ইডেন মহিলা কলেজ কেন্দ্রের এ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢোকার চেষ্টা করায় একজন প্রার্থীকে পুলিশ আটক করেছে বলে জানান সরকারি কর্ম কমিশন-পিএসসির সচিব মো. আব্দুর রহমান তরফদার। তিনি বলেন, ‘একটা ছেলে ইডেন কলেজ কেন্দ্রে ইলেকট্রনিক চিপস নিয়ে ঢোকার চেষ্টা করে। কেন্দ্রের ঢোকার সময় চেকিংয়ে ধরা পড়ে যায়, কেন্দ্রে প্রবেশ করতে সে পারেনি। গেটের বাইরে থেকেই পুলিশ তাকে আটক করেছে।’ আব্দুর রহমান বলেন, ‘একজনের আটক ছাড়া সারা দেশের পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। কোনো অপ্রীতিকর খবর...