বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আসন্ন দুর্গাপূজায় বিএনপি নেতাকর্মীরা নাটোরের সব মন্দির পাহারা দেবে। দুর্গাপূজাকে ঘিরে এই পরাজিত শক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো ষড়যন্ত্র করলে বিএনপির নেতাকর্মীরা তা রুখে দেবে।’ গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে শহরের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। হিন্দু সম্প্রদায়ের নেতাদের আশ্বস্ত করে দুলু বলেন, ‘সব ষড়যন্ত্র এবং চক্রান্ত রুখতে বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করবে বিএনপি। নাটোরেও বিএনপি সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকবে।’ দুলু বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে নাটোরের বিভিন্ন জুয়েলার্স এর দোকানে ডাকাতি হয়েছে। হিন্দু মেয়েদের অপহরণ করা হয়েছে। দিনে, দুপুরে সন্ধ্যায় প্রকাশ্যে এই অপকর্মগুলো...