মিথিলা সকালে ঘুম থেকে উঠল। উঠে দাঁত মেজে হাতমুখ ধুলো। নাস্তা খেয়ে বাবার ঘরে গেলো। আজ তার স্কুলে ছুটি। বাবা খবরের কাগজ পড়ছিলেন। মিথিলা বাবাকে বলল, বাবা, আমি তোমাকে একটা গল্প শোনাব। বাবা মুচকি হেসে বললেন, কিসের গল্প শোনাবে মা? মিথিলা সকালে ঘুম থেকে উঠল। উঠে দাঁত মেজে হাতমুখ ধুলো। নাস্তা খেয়ে বাবার ঘরে গেলো। আজ তার স্কুলে ছুটি। বাবা খবরের কাগজ পড়ছিলেন। মিথিলা বাবাকে বলল, বাবা, আমি তোমাকে একটা গল্প শোনাব। বাবা মুচকি হেসে বললেন, কিসের গল্প শোনাবে মা? আমি স্বপ্নে দেখলাম, আমি পক্ষিরাজের পিঠে চেপে বসেছি। সে ডানা মেলে উড়তে শুরু করল। আমাদের খুব মজা লাগছিল। আমাদের দেশ ছেড়ে আমরা সাত সাগর পেরিয়ে এক সোনার দেশে পৌঁছালাম। সেখানে সবকিছু সোনার তৈরি। তবে চারদিকে অনেক মানুষের মূর্তি দাঁড়িয়ে আছে।...