খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের একইস্থানে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম স্থানীয় পথের বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন ‘‘পথের বাজারে একটি রাজনৈতিক দলের দুটি গ্রুপ কর্মসূচি আহ্বান করায় পথের বাজার, বেলেঘাট, মোকামপুর বাজার, সেনহাটি বাজার, নগরঘাট, বারাকপুর বাজার, কামারগাতি বাজার, দৌলতপুরঘাট, চন্দনীমহল খেয়াঘাটসহ অন্যান্য স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশংকা রয়েছে। এ কারণে ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যা শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বলবৎ থাকবে।’’ তিনি আরো বলেন, ‘‘১৪৪ ধারা বলবৎ থাকা অবস্থায় সকল প্রকার সভা, সমাবেশ, পদযাত্রা, গণজমায়েত নিষিদ্ধ থাকবে। এই আদেশ...