পদ্মা সেতুর উদ্বোধনের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে প্রায় দুই বছর আগে। কিন্তু এ দুই বছরে ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রুটে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নিমতলা রেলওয়ে স্টেশনে একটিও ট্রেন থামেনি। ফলে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ রেলস্টেশনের প্ল্যাটফর্মে সারাদিন থাকে নীরবতা। ১৩ জন কর্মকর্তা-কর্মচারী ছাড়া এখানে কোনো যাত্রীর আনাগোনা নেই। নেই কোনো টিকিট বিক্রিও। অথচ কর্মকর্তা-কর্মচারীদের বতেন-ভাতা, বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ মিলিয়ে মাসে কয়েক লাখ টাকা ব্যয় হয় স্টেশনটির পেছনে। জানা গেছে, পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পের আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রেল যোগাযোগ জোরদার করতে মুন্সীগঞ্জের তিনটি উপজেলায় তিনটি রেলস্টেশন নির্মিত হয়েছে। ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হয়। এরপর ২০২৩ সালের ১ নভেম্বর থেকে সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। তখন থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রুটে প্রতিদিন...