আবার মিস ইউনিভার্সএদিন রাতে ঢাকার তেজগাঁওয়ের আলোকি মিলনায়তনে জমকালো এ আয়োজন অনুষ্ঠিত হয়। অন্য চার প্রতিযোগীকে টপকে মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন তিনি। মিথিলা এ জয় উৎসর্গ করেন তাঁর মাকে। এদিন খেতাব পাওয়ার পর তিনি বলেন, ‘আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সব সময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তাঁরও।’ এবারই প্রথম নয়, ২০২০ সালে তিনি জাতীয় পর্যায়ে এ খেতাব জিতেছিলেন, তবে কোভিড-১৯ বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। সেই দুঃখ থাকলেও এবার নতুন উদ্যমে তৈরি হতে চান তিনি। আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’–এর ৭৪তম প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশ থেকে লড়বেন। এমন একটি আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জনের সুযোগ পেয়ে আনন্দিত মিথিলা। গতকাল বিকেলে এই প্রতিবেদককে জানালেন, এখন...