রাজধানীর কারওয়ান বাজারে ঝটিকা মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার এক কর্মী আরিব হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জুমার নামাজের পর কারওয়ান বাজারের পেট্রোবাংলা ভবনের সামনে থেকে রেলগেট পর্যন্ত ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মিছিল করে। মিছিলে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘জয়তু শেখ হাসিনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ কাঁপবে’ ইত্যাদি স্লোগান দেয়। এ সময় কারওয়ান বাজারের সার্ক ফ্লাইওভারের সামনে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ করা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি পেট্রোবাংলা ভবনের সামনে থেকে...