‘আমার ছেলের লাশ ফেরত চাই। আমার বুকের ধনকে এনে দিন। ওকে ছাড়া আমি কীভাবে বাঁচব?’ বুক চাপড়ে কাঁদতে কাঁদতে এভাবেই কথাগুলো বলছিলেন ইরাক প্রবাসী নিহত আজাদ খানের অসহায় মা। পরিবারের সচ্ছলতা ফেরাতে সুদূর ইরাকে গিয়েছিলেন আজাদ খান (৪৭)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাকে লাশ হয়ে ফিরতে হচ্ছে। তিনি ইরাকে কফিলের (মালিক) হাতে খুন হয়েছেন। তার মৃত্যুতে পরিবারে এখন শোকের মাতম চলছে। ছেলেকে হারিয়ে মা বারবার মূর্ছা যাচ্ছেন। স্ত্রী করছেন আহাজারি আর পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। নিহত আজাদ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডলপাড়া গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে। নিহতের পরিবার জানিয়েছে, ধারদেনা করে তিন মাস আগে ইরাকে গিয়েছিলেন আজাদ। এক সপ্তাহ আগে তিনি বাগদাদ শহর থেকে নিখোঁজ হন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে লিটন নামে অপর এক ইরাক প্রবাসী...