গত পরশুর ঘটনা। সেদিন শ্রীলঙ্কাই যেন ছিল বাংলাদেশের ‘পরম বন্ধু’। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের ম্যাচটাতে বাংলাদেশের পুরো সমর্থন পেয়েছে শ্রীলঙ্কা। অবশ্য সেখানে বাংলাদেশের স্বার্থও ছিল। ওই ম্যাচটাতে শ্রীলঙ্কা জেতায় কোনো ধরনের সমীকরণের ধার না ধেরে টুর্নামেন্টের সুপার ফোরে উঠেছেন লিটন দাসরা। তবে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কাই। দুদিন আগেও যারা ‘বন্ধু’ ছিল, তারাই যেন আজ বাংলাদেশের ‘শত্রু’। এমন পরিস্থিতি সামনে নিয়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। ইউরোপীয়ান ফুটবলে আজ বেশ কয়েকটি বড় ম্যাচ আছে। প্রিমিয়ার লিগে মাঠে নামবে লিভারপুল, টটেনহাম, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির মতো...