রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা ও বঙ্গবন্ধু সৈনিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন– মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আকাশ , মতিঝিল থানার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান ও খিলগাঁও থানা সৈনিক লীগের সদস্য মো. আনোয়ার হোসেন বাবু।শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।তিনি জানান, খিলগাঁও থানায় রজু হওয়া সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবেশুক্রবার বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে খিলগাঁও থানাধীন মুক্ত বিরিয়ানির সামনে থেকে আকাশ ও তাহমিদুলকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ৯টা ৪৫ মিনিটে তালতলা মার্কেটের সামনের রাস্তা থেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য বাবুকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী...